Thursday, November 13, 2025

ডোভালের নেতৃত্বে খালি করে দেওয়া হল মরকজ নিজামুদ্দিন

Date:

Share post:

মঙ্গলবার রাতে মরকজ নিজামুদ্দিনে অজিত ডোভাল এর উপস্থিতি কিছু একটা সংকেত দিয়েছিল। মানুষ ভেবেছিল গোটা এলাকা জীবানুমুক্ত করার পরিকল্পনা চালাবে ডোভাল বাহিনী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিল করে দিল বড় এলাকা। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকালের মধ্যে পুরোপুরি খালি করে দিল মরকজ চত্বর। সেখানে যত জন ছিলেন, সকলকে বার করে নিয়ে গিয়ে আইসোলেশনে পাঠিয়ে দিল পুলিশ। মরকজ চত্বরে বেশ কিছু কাঠামো ভেঙে দেওয়া হয়েছে বলেও দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। বরকত নিজামুদ্দিনের শীর্ষ মৌলানাদের সঙ্গে মঙ্গলবার রাতে যোগাযোগ করেন ডোভাল।তারাও ডোভালের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দেন। যদিও এর আগে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে চাননি তবলিগি জামাতের শীর্ষ নেতৃত্ব।মরকজ নিজামউদ্দিন চত্বরে পুলিশ বেশ কিছু কাঠামো এ দিন ভেঙে দিয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। ১২ থেকে ১৫ ই মার্চ নিজামুদ্দিনে এত বড় জমায়েত কীভাবে হল তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। যেখানে মার্চের প্রথম সপ্তাহেই জমায়েত না করার বিষয়ে সতর্ক করতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। এ দিন মরকজ থেকে যাঁদের বার করা হয়েছে, তাঁদের মধ্যে ২১৬ জন বিদেশি নাগরিক।আরও প্রায় ৮০০ জন মরকজফেরত বিদেশি নাগরিক ছড়িয়ে পড়েছেন দেশজুড়ে।এইসব বিদেশী নাগরিকদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে ।কারণ তারা তাদের ভিসার আবেদনে পর্যটক পরিচয় দিয়েছিলেন। অথচ নিয়ম অনুযায়ী ধর্ম প্রচারের জন্য ভারতে এলে ভিসার আবেদনে ধর্মপ্রচারক লিখতে হয়।তথ্য গোপন করে ভারতে আসার জন্য তারা কালো তালিকাভুক্ত হতে পারেন। যার জেরে ভবিষ্যতে আর তারা কোনদিনও ভারতে আসতে পারবেন না।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...