২০১১ সালের ২ এপ্রিল। বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলংকা। ২৭৫ রান চেজ করতে নেমে, শুরুতে শচীন এবং সেওয়াগ আউট হয়ে যাওয়াতে চাপে পড়ে যায় ভারত। এরপর লেখা হলো অন্য এক কাহিনী। শেষ এগারো বলে প্রয়োজন চার রান। ‘ভি’ য়ের উপর দিয়ে মাহির বিশাল একটা ৬, ভারতীয় ক্রিকেটের লিখল সোনার ইতিহাস। এই দিনটিতে বিশ্বকাপ বিজয়ী দলের সদস্যরা গোটা দেশের পক্ষ থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসেন। এবারে সেই সুখস্মৃতি রোমন্থনে বাধ সাধলো জয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর এর একটি টুইট। ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট ওয়েবসাইটের করা টুইট কে ঘিরে। ওয়েবসাইটটি ধোনির উইনিং শটের ছবি দিয়ে লেখে এই একটি শট ২০১১ সালে লক্ষ লক্ষ ভারতবাসীকে উচ্ছ্বসিত করেছিল। এর জবাবী টুইট এ ২০১১ র ফাইনালে সর্বোচ্চ রান করা গৌতম গম্ভীর লেখেন, ২০১১ সালে বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের প্রত্যেক সদস্য, এবং সাপোটিং স্টাফ এর ভূমিকা ছিল। একটি ৬ তোমাদের শুধু আচ্ছন্ন করে রেখেছে। গোতির এই টুইট এ ক্রিকেটপ্রেমীরা দ্বিধা বিভক্ত হয়ে যান। কেউ কেউ গম্ভীর কে সমালোচনা করলেও, গৌতমের হয়ে ব্যাট ও ধরেছেন অনেক মানুষ। তবে ২০১১ সালের আজকের দিনে গোটা ক্রিকেট বিশ্বকে শাসন করতে পারার মুহূর্তটাকে সুখস্মৃতি হিসেবে মনে রাখতে অনুরোধ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Is this the single most memorable cricket shot ever?pic.twitter.com/fA9KL8Y8Jg
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 2, 2020