রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩। ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। জানাল রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানানো হয়।

৫৩ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় কজন বাড়ি ফিরেছেন সেই হিসেবটা এখনও জানানো হয়নি।