মোদির ‘মোমবাতি জ্বালানো’ নিয়ে বিস্ফোরক স্বস্তিকা

রবিবার মোদির মোমবাতি জ্বালানোর নিদানকে কড়া ভাষায় বিঁধলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “আমার বাড়িতে মোমবাতি নেই। আমার মতো নিশ্চয়ই অনেকের বাড়িতে মোমবাতি নেই। তাহলে চলুন সবাই মিলে মোমবাতি কিনতে যাই।” টলিউড অভিনেত্রীর প্রশ্ন, দেশের একাংশের মানুষ মাথা গোজার ঠাঁই থেকে খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে। সেই পরিস্থিতিতে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি-প্রদীপ জ্বালানো কতটা যুক্তি আছে?

একই সঙ্গে যৌনকর্মীদের সমস্যা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। পতিতালয়ের একটি বাস্তব ছবি তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, যৌনকর্মীদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। লকডাউনে সন্তান-সন্ততি ১০০ ফুট জায়গায় আশ্রয় নিয়েছেন তাঁরা। ছবিটি ৩১ মার্চের। শুক্রবার সেই ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, “দেশবাসীকে একজোট হয়ে করোনা মোকাবিলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে বেঁচে থাকাটাই কঠিন একাংশের। তাঁদের কাছে জল, খাবার, রেশন, টাকা না পেয়ে, মোমবাতি জ্বালিয়ে সংঘতি-ঐক্যবদ্ধ হওয়ার বার্তা আশা করব?”

Previous articleরমরমিয়ে চলছিল মদের হোম ডেলিভারি! অবশেষে পুলিশের জালে
Next article‘হোম কোয়রান্টাইন’ বিধিলঙ্ঘনের অভিযোগ এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে