Sunday, November 9, 2025

স্বামীজির বাণী তুলে প্রদীপ জ্বালিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আর্জি বেলুড় মঠের

Date:

Share post:

করোনার বিরুদ্ধে একজোট হয়ে আজ, রবিবার রাত ৯ টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশবাসীকে মোদির আবেদনে সাড়া দেওয়ার আবেদন করলো বেলুরমঠ এবং ইসকন কর্তৃপক্ষ।

এক ভিডিও বার্তায় বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সমগ্র দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান করেন। তিনি বলেন, “চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রবিবার রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য প্রত্যেকে নিজেদের ঘরের আলো নিভিয়ে মোমবাতি-প্রদীপ-টর্চ কিংবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে করোনার বিরুদ্ধে একতা প্রদর্শন করি।”

এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি বাণী উদ্ধৃতি করে বেলুড় মঠের পক্ষ থেকে ইংরাজি-হিন্দি ও বাংলা ভাষায় দেশের প্রতিটি নাগরিককে রাত ৯ টায় ৯ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার ডাক দেওয়া হয়। মহারাজ বলেন, “স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, বিশ্বের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে সমস্ত শুভ শক্তির জাগরণ ঘটাতে। চলুন আমরা সকলে সেই ভাবেই প্রধানমন্ত্রীর আবেদনে সারা দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে একজোট করি।”

পাশাপাশি মহারাজ জানান, এই সঙ্কটকালে বেলুর মঠ দেশের প্রতিটি রাজ্যে এবং অন্যান বেশকিছু দেশে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন প্রতিটি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

শুধু বেলুড় মঠ নয়, প্রধানমন্ত্রী মোদির আবেদনে দেশবাসীকে সাড়া দেওয়ার আর্জি জানিয়েছে ইসকন। ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমন দাস এক ভিডিও বার্তায় বলেন, ” আসুন আজ রাতে একটি করে প্রদীপ জ্বালাই। এই অন্ধকার দূর করি। আমরা কেউ একটা নয়, তা বুঝিয়ে দিতে গোটা দেশ প্রদীপ জ্বালিয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিই।”

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...