কোন্নগরে আতঙ্ক ছড়ানোর জন্য অদ্ভুত বস্তু ফেলে রেখেছিল কেউ বা কারা। মঙ্গলবার, তদন্ত করে জানাল সিআইডি। সোমবার রাতে কোন্নগরের ধর্মডাঙ্গায় বোমার মতো কিছু পরে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়।পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। মঙ্গলবার, সকালে বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরা খতিয়ে দেখেন। এরপর বোমা জাতীয় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ আধিকারিকরা জানান, এটা শক্তিশালী কিছু ছিল না। আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। যদিও পুলিশের অন্য সূত্রে খবর, ওটি ইমপোভাইর্স এক্সক্লুসিভ ডিভাইস। সিআইডি-র বম্ব স্কোয়াড বোমা জাতীয় বস্তুটি নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় করার পরে এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তারা।

দেখুন ভিডিও…