গোটা দেশ যখন করোনার গ্রাসে, ঠিক সেই সময় মানুষের পাশে দাঁড়ালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, আমির খান। বিপুল অর্থ দান করে মানুষের পাশে এসে দাঁড়ালেন এই অভিনেতা। শুধুমাত্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অনুদান দিয়েছেন। পাশাপাশি তিনি ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং কয়েকটি এনজিওতেও অর্থ অনুদান হিসাবে দিয়েছেন।

সূত্রের খবর, এখনও পর্যন্ত আমির খান নিজে তাঁর এই অনুদান দেওয়া নিয়ে মুখ খোলেননি, মেলেনি এই সংক্রান্ত কোনও সরকারি তথ্যও।

খুব শীঘ্রই মুক্তি পাওয়ার কথা ছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিটির। তবে এই পরিস্থিতিতে সেই ছবি কবে মুক্তি পাবে এখনই বলা যাচ্ছে না।
