বুধবার গভীর রাতে দফায় দফায় শিলাবৃষ্টি। চাষের ব্যাপক ক্ষতি তুফানগঞ্জ মহকুমা জুড়ে। বুধবার রাতের এই শিলাবৃষ্টিতে তুফানগঞ্জের প্রায় ২৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে মত কৃষকদের। এর ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা৷

এখন পাট, ভুট্টা ও লঙ্কা চাষের মরশুম চলছে। এই ভরা মরশুমে তুফানগঞ্জ মহকুমার গ্রামগুলিতে প্রচুর ভুট্টা চাষ ও পাট চাষ হয়েছে। হয়েছে লঙ্কা চাষও। কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা দাবি জানিয়েছেন কৃষকরা।
তুফানগঞ্জ কৃষি দফতর সূত্রের খবর, তারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় খোঁজ নিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি দফতর।

Previous articleBREAKING : রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৮৩ জন, তার মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন, ৮০ জন চিকিৎসাধীন, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
Next articleচা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানোর অনুমতি মুখ্যমন্ত্রীর