চা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানোর অনুমতি মুখ্যমন্ত্রীর

চা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানোর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার আগেই বাগান খোলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু তাতে বিভেদ সৃষ্টি হবে ভেবে রাজ্য সরকার চা বাগানগুলি খোলার পক্ষে মত দেয়নি। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই সময় চা পাতা তোলা না হলে উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং চা গাছগুলিতে আর নতুন পাতা আসবে না। এই পরিস্থিতিতে চা বাগানে পাতা তোলার কাজের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, এমনিতেই চা-বাগানে দূরত্ব বজায় রেখে কাজ করেন শ্রমিকরা। এক্ষেত্রে লকডাউনের কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বিধি মেনে বাগানে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন ১৫ শতাংশ শ্রমিককে কাজ করানো হোক। রোটেশন করে কাজ করানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

Previous articleশিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি তুফানগঞ্জ মহকুমায়
Next articleরাজ্যে ১ দিনে আক্রান্ত ১২, চিকিৎসাধীন ৮০, ঘোষণা মুখ্যমন্ত্রীর