উদ্ভট খাদ্যাভ্যাসে কিছুটা রাশ টানার চেষ্টা। করোনা বিশ্ব-মহামারী থেকে শিক্ষা নিয়ে চিনে এবার বন্ধ হচ্ছে কুকুরের মাংস বিক্রি। বাকি বিশ্বের মতো পোষ্য হিসেবেই কুকুরকে স্বীকৃতি দেবে চিন। এই সংক্রান্ত গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, ‘লাইভস্টক’ হিসেবে আর কুকুরকে গণ্য করা হবে না। অর্থাৎ প্রাণিসম্পদের তালিকা থেকে সরিয়ে কুকুরকে পোষ্য হিসেবে স্বীকৃতি দিতে চলেছে বেজিং।

এর আগে চিনের শেনজেন শহরে নিষিদ্ধ হয় কুকুর-বিড়ালের মাংস বিক্রি। শহরের একটি নির্দেশে বলা হয়েছিল, “পোষ্য প্রাণী হিসেবে কুকুর এবং বিড়ালের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক বেশি। উন্নত দেশগুলিতে এমনকি হংকং এবং তাইওয়ানের মত দেশেও কুকুর, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ। মানব সভ্যতার চেতনার কথা মাথায় রেখে আমরাও কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করছি।”

সেই শেনজেন শহরের রাস্তাতেই এবার হাঁটল গোটা চিন। প্রসঙ্গত, চিনের হুবেই প্রদেশের উহানের বাজার থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। এই বাজারে নানা পশু থেকে, সাপ, ব্যাং, ইঁদুর, বাদুড়, প্যাঙ্গোলিন সহ বিভিন্ন প্রাণীর মাংস বিক্রি হয়। অনেকেই দাবি করেন ওইসব মাংস থেকেই ছড়িয়েছিল এই মারণ ভাইরাস।
