প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী যে দাবিগুলি রাখলেন

১. আমেরিকা এবং ব্রিটেনের মতো জিডিপির একটি বৃহৎ অংশ করোনা মোকাবিলায় ব্যবহার করা হোক। জাপান জিডিপির ২০%, ব্রিটেন ১৫%, আমেরিকা ১০% ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাব ভারত জিডিপির ৬% ব্যবহার করুক।

২. দু মাসের বেতন দেয়া হোক ক্ষুদ্র-মাঝারি পর্যটন ক্ষেত্রে বিশেষ প্যাকেজ শ্রমিকদের ব্যবস্থা করতে হবে

২. করোনা মোকাবিলায় লকডাউন করতে হবে সফল ও সক্রিয়ভাবে।

৩. খেয়াল রাখতে হবে মানবিক দিকগুলো।
৪. বজায় রাখতে হবে জীবন-জীবিকার মধ্যে সমতা।

৫. বজায় থাকুক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান।

৬. আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হোক।

৭. দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হোক।

৮. আন্তর্জাতিক সীমান্ত সিল করে রাখা হোক।


৯. ১০০ দিনের কাজের কর্মীদের অন্তত দু’মাসের বেতন দেওয়া

১০. অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিশেষ প্যাকেজ দেওয়া হোক।

১১. ক্ষুদ্র-মাঝারি পর্যটন ক্ষেত্রের শ্রমিকদের বিশেষ প্যাকেজের ব্যবস্থা করতে হবে।

১২. পরিযায়ী শ্রমিকদের দেখভালের ব্যবস্থা করতে হবে।
