লকডাউনের সময়সীমা বৃদ্ধিতে একমাত্র আপত্তি জানিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী

সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। এই মারণ ভাইরাসকে রুখতে চলছে লকডাউন। প্রধানমন্ত্রীর আগের ঘোষণা অনুসারে লকডাউন ছিল ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

যখন করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে সারাদেশ, ঠিক সেই সময় সকলের বিরোধিতায় মুখর ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুধুমাত্র তিনি লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

তবে তাঁর কথায় কোনও কাজ হয়নি। লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত।