করোনা মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দফতর যাঁদের আপদকালীন স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দিয়েছিল, এবার তাঁদের ভাতার তালিকা প্রকাশ করা হল। সম্প্রতি, স্বাস্থ্যভবন থেকে জারি করা এক নির্দেশিকায় মোট ১২টি ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবীদের ভাগ করে তাঁদের ভাতার তালিকা জানানো হয়েছে।

এরমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা মাসিক ৫০ হাজার টাকা, মেডিক্যাল অফিসার ও মলিকিউলার বায়োলজিস্টরা ৪০ হাজার টাকা করে, ল্যাব অ্যাসিস্ট্যান্টরা ১৭,৯২০ টাকা, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নার্স ও ল্যাব টেকনিশিয়ানরা ১৭,২২০ টাকা করে, ফার্মাসিস্টরা ১৬,৮৬০ টাকা, প্যারা মেডিক্সরা ১৬ হাজার টাকা, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, সাফাই কর্মী ও রাঁধুনিরা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

প্রাথমিকভাবে স্বাস্থ্য দফতর তাঁদের দু’মাসের জন্য নিয়োগ করবে। প্রয়োজন পড়লে তা বাড়ানো হতে পারে। এমনই নির্দেশিকে এদিন জারি হলো।