লকডাউন চলাকালীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ শিথিল করল কেন্দ্রীয় সরকার। আন্তঃরাজ্য এবং রাজ্যের ভিতর ট্রাক চলাচলের ক্ষেত্রে লকডাউন পরিস্থিতিতে আলাদা কোনও পারমিট লাগবে না বলে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে সব রকমের পণ্যবাহী ট্রাক চলাচলে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছেন। ট্রাক চালক এবং তাঁর সহায়কদের লাইসেন্স এবং অন্যান্য নথিপত্র যথাযথ থাকলে তাঁদের এক রাজ্য থেকে অন্য রাজ্যের যাওয়ার অনুমতি দেওয়া হবে।

এর পাশাপাশি হিমঘর, আটা কল, ডাল কারখানার মতো জায়গায় কাজ স্বাভাবিক রাখতেও ওই চিঠিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।