বিপন্ন আমেরিকা। মারণ করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা সাড়ে ২১ হাজার পার হতেই একসঙ্গে ৫০ টি স্টেটে ‘বিপর্যয়’ ঘোষণা করল সরকার। বিশ্বের সব থেকে ক্ষমতাশালী দেশ আমেরিকা আজ এক অদৃশ্য ভাইরাসের আক্রমণে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে। এর আগে ৯/১১ জঙ্গি হামলায় আমেরিকাকে ভেঙে পড়তে দেখেছিল বিশ্ব। আর এবার তাকেও ছাপিয়ে গিয়েছে করোনায় মৃতের সংখ্যা।
এই পরিস্থিতিতে আমেরিকার ৫০টি স্টেটেই ‘বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে। আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও প্রেসিডেন্ট একসঙ্গে ৫০টি স্টেটে বিপর্যয় ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্যুইট করে জানিয়েছেন যে এমন ঘটনা আমেরিকার ইতিহাসে এই প্রথম। একইসঙ্গে তিনি বলেছেন, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই।

মৃত্যুমিছিলে ইতালিকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। সাড়ে ২১ হাজার পার করে ফেলেছে মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে এখন বিশ্বের মধ্যে প্রথম আমেরিকাই।
