করোনা আক্রান্ত: জাতীয় তথ্যে ১৫২, রাজ্য আটকে ৯৫তেই

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পাঁচ থেকে সাত হয়েছে বলে রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। তবে মৃতদের সম্পর্কে ওই বুলেটিনে আর কিছুই জানানো হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ধরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জানানো হয়েছে। যদিও এক্ষেত্রেও রাজ্যের স্বাস্থ্য দফতর ৯৫তেই আটকে রেখেছে আক্রান্তের সংখ্যা। বিরোধীদের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংখ্যা এবং আইসিএমআর-এর গাইডলাইন অমান্য করে ইচ্ছাকৃত জটিলতা তৈরি করে মৃত ও আক্রান্তের সংখ্যা কম করে দেখিয়ে আদতে এই স্বাস্থ্য সংকটকেই জটিল করে তোলা হচ্ছে। সংখ্যা নিয়ে নিম্নমানের রাজনীতি হচ্ছে। পেশায় চিকিৎসক সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এরাজ্যে করোনায় মৃত্যু ১৫ ছাড়িয়ে গিয়েছে। করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও কো-মরবিডিটির কথা বলে মৃত্যুর সংখ্যা চেপে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে করোনা সংক্রান্ত গ্লোবাল গাইডলাইনের বিরোধী। সিপিএমের সুরেই একই অভিযোগ তুলে তথ্যে কারচুপির জন্য নবান্নের দিকে আঙুল তুলেছে কংগ্রেস ও বিজেপিও। সবকটি বিরোধী দলেরই অভিযোগ, সত্য তথ্য চাপতে গিয়ে মারাত্মক সংক্রামক একটি রোগ নিয়ে ছেলেখেলা হলে তা জনস্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর হবে।

Previous articleবাদ গেলো না নাগাল্যান্ডও, মিলল প্রথম করোনা আক্রান্তের খোঁজ
Next articleকোন্নগরের লকডাউন সফল করতে পথে প্রশাসন