Wednesday, November 5, 2025

কে কাজ করছেন? বাগযুদ্ধে বাবুল- জিতেন্দ্র

Date:

Share post:

করোনা না পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে সবাইকে আহ্বান জানাচ্ছেন শাসক-বিরোধী সব দলের নেতৃত্ব। কিন্তু সবাই সে কথায় কর্ণপাত করছেন কি? সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে এ বিষয়ে প্রশ্ন জাগে। পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল আসানসোল। পুরসভার মেয়র এবং স্থানীয় বিধায়ক রাজ্যের শাসকদলের নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর এলাকার সাংসদ বিজেপির বাবুল সুপ্রিয়। এই সংকট পরিস্থিতির মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশে কে রয়েছেন? এই নিয়ে রীতিমতো কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। এই দুই নেতার মধ্যে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের টুইটার হ্যান্ডেল বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন তিনি লেখেন, “লকডাউনে সবচেয়ে অসুবিধা বোধহয় আমাদের সাংসদ তথা মন্ত্রীরই হয়েছে” এমনকী, বাবুল দু’লক্ষ ভোটে জিতে অহংকারী হয়েছেন বলেও মন্তব্য করেন আসানসোলের মেয়র। এর কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক টুইট করে জিতেন্দ্র তিওয়ারির কথার জবাব দেন বাবুল সুপ্রিয়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, স্যানিটাইজারে হাত পরিষ্কার হতে পারে, কিন্তু মন পরিষ্কার হয় না। এরপর জিতেন্দ্র তিওয়ারির টুইটার আইডি কেন ‘জিতেন্দ্র টিএমসি’ তা নিয়েও প্রশ্ন তোলেন বাবুল। তাঁর কটাক্ষ, জিতেন্দ্র এখনও তৃণমূল নেতা হয়ে রয়েছেন, আসানসোলের মেয়র হতে পারেননি। এরপর কেন্দ্রীয় মন্ত্রী আবার ব্যাঙ্গ করে বলেন, “দেশের খবর একটু রাখুন। সংসদ চলছিল। তারপরে লকডাউন হয়েছে। দূর থেকে যা করার সবই করেছি”।

আসানসোল কেন্দ্রটি বরাবরই শাসক-বিরোধীদের টানাপোড়েনের আখড়া। রাজ্যের এবং কেন্দ্রের শাসকদলের প্রতিনিধিরা সেখানে বরাবর থাকেন দুই প্রান্তে। আর তাই নিয়েই সব সময় চলে বাগযুদ্ধ। লকডাউনও সেই প্রক্রিয়ায় ইতি টানতে পারেনি।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...