Monday, November 17, 2025

লকডাউন: দ্বিতীয় নির্দেশিকা জারি কেন্দ্রের, কী কী নিয়ম মানতেই হবে?

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা ১৪ তারিখই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন অর্থাৎ নির্দেশিকা বুধবার প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো এই পরিস্থিতিতে কী কী করা যাবে? আর কী কী করা যাবে না? তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন গাইডলাইন অনুসারে পাবলিক প্লেস, ওয়ার্ক প্লেস ও উৎপাদনকারী সংস্থাতে কী কী সতর্কতা নিতে হবে তা জানানো হয়েছে।

পাবলিক প্লেস বা উন্মুক্ত স্থানে সবথেকে বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাবলিক প্লেসের বিধি

• রাস্তায় বেরলে মুখ ঢাকতেই হবে।
• প্রশাসনিক ও পরিবহণে যুক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সামাজিক দূরত্ব সবসময় বজায় রাখতে হবে।

• প্রকাশ্যে কোথাও ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।

• কোনও সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানের খবর জেলাশাসককে আগাম জানাতে হবে তিনি এসবের ওপর নজর রাখবেন।

• প্রকাশ্যে থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

•মদ, গুটখা কিংবা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কাজের জায়গার বিধি

• প্রত্যেকটি অফিসে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

• পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার রাখতে হবে।

• একটি শিফটের সঙ্গে অন্য শিফটের অন্তত ১ ঘণ্টা পার্থক্য থাকবে। খাবার সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

• প্রতি শিফটের আগে কাজের জায়গা যাতে ভাল করে স্যানিটাইজ করতে হবে।

• বেশি কর্মীদের নিয়ে বৈঠক এড়াতে হবে।

• ৬৫ বছরের বেশি বয়সের মানুষ এবং যাঁদের হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট রয়েছে, তাঁদের বাড়ি থেকে কাজ করা উচিত।

• সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

উৎপাদনকারী সংস্থার বিধি

• বারবার কারখানা পরিষ্কার করতে হবে।

• কর্মীদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত ধোয়ার নির্দেশ দিতে হবে

• কোনওভাবেই যেন এক শিফটের সঙ্গে অন্য শিফট মিলে না যায় কর্তৃপক্ষকে সেদিকে নজর দিতে হবে। খাওয়ার সময়েও যাতে ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

• কর্মীরা নিজেদের ও পরিবারকে যাতে শরীরিকভাবে ভাল রাখেন, সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

২০ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি দেখে তারপরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এবং সেই সময় এই নির্দেশিকা কঠোরভাবে পালন করতে হবে।

spot_img

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...