Wednesday, August 27, 2025

লকডাউন: দ্বিতীয় নির্দেশিকা জারি কেন্দ্রের, কী কী নিয়ম মানতেই হবে?

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা ১৪ তারিখই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন অর্থাৎ নির্দেশিকা বুধবার প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো এই পরিস্থিতিতে কী কী করা যাবে? আর কী কী করা যাবে না? তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন গাইডলাইন অনুসারে পাবলিক প্লেস, ওয়ার্ক প্লেস ও উৎপাদনকারী সংস্থাতে কী কী সতর্কতা নিতে হবে তা জানানো হয়েছে।

পাবলিক প্লেস বা উন্মুক্ত স্থানে সবথেকে বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাবলিক প্লেসের বিধি

• রাস্তায় বেরলে মুখ ঢাকতেই হবে।
• প্রশাসনিক ও পরিবহণে যুক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সামাজিক দূরত্ব সবসময় বজায় রাখতে হবে।

• প্রকাশ্যে কোথাও ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।

• কোনও সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানের খবর জেলাশাসককে আগাম জানাতে হবে তিনি এসবের ওপর নজর রাখবেন।

• প্রকাশ্যে থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

•মদ, গুটখা কিংবা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কাজের জায়গার বিধি

• প্রত্যেকটি অফিসে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

• পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার রাখতে হবে।

• একটি শিফটের সঙ্গে অন্য শিফটের অন্তত ১ ঘণ্টা পার্থক্য থাকবে। খাবার সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

• প্রতি শিফটের আগে কাজের জায়গা যাতে ভাল করে স্যানিটাইজ করতে হবে।

• বেশি কর্মীদের নিয়ে বৈঠক এড়াতে হবে।

• ৬৫ বছরের বেশি বয়সের মানুষ এবং যাঁদের হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট রয়েছে, তাঁদের বাড়ি থেকে কাজ করা উচিত।

• সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

উৎপাদনকারী সংস্থার বিধি

• বারবার কারখানা পরিষ্কার করতে হবে।

• কর্মীদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত ধোয়ার নির্দেশ দিতে হবে

• কোনওভাবেই যেন এক শিফটের সঙ্গে অন্য শিফট মিলে না যায় কর্তৃপক্ষকে সেদিকে নজর দিতে হবে। খাওয়ার সময়েও যাতে ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

• কর্মীরা নিজেদের ও পরিবারকে যাতে শরীরিকভাবে ভাল রাখেন, সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

২০ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি দেখে তারপরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এবং সেই সময় এই নির্দেশিকা কঠোরভাবে পালন করতে হবে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...