নার্সদের ছুঁড়ে খাবার দেওয়া হচ্ছে, কাঠগড়ায় আইএলএস হাসপাতাল

দিন রাত এক করে কাজ করে চলেছেন তাঁরা। এবার সেই স্বাস্থ্য কর্মীদের নোংরা পলিথিন প্যাকেটে খাবার দিল আইএলএস হাসপাতাল। অভিযোগ, নার্সদের ভাত, ডাল, সব্জি ও ডিম নোংরা প্যাকেটে ভরে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই হাসপাতাল বেসরকারি হলেও, করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকার এটিকে অধিগ্রহণ করেছে। করোনা চিকিৎসায় সরকারি নার্সদের নিয়োগ করা হয়েছে।হাসপাতালে কর্মরত এক নার্স বঞ্চনা, অপমানের অভিযোগ জানিয়েছেন ফেসবুকে। অভিযোগ, রাতের খাবার হিসাবে একটা পলিথিন প্যাকেটের মধ্যে যাবতীয় খাবার ভরে ভিখারিদের দেওয়ার মত করে ছুঁড়ে দেওয়া হয় নার্সদের দিকে। ফেসবুক পোস্টে সেই বঞ্চনার কথাই উগরে দিয়েছেন তাঁরা। যদিও নার্সদের অভিযোগের সঙ্গে সহমত নয় রাজ্য সরকার।

Previous articleলকডাউন ভেঙে বহরমপুরে পথে নেমে বিক্ষোভ
Next articleরূপান্তরকামী দিবসে অসহায় রূপান্তরকামীদের পাশে কলকাতা পুলিশ