Monday, November 10, 2025

করোনার হটস্পট কলকাতা-সহ ৬ মেট্রো-সিটি , চিহ্নিত দেশের ১৭০ জেলাও

Date:

Share post:

🔴 দেশের ১৭০ জেলাকে করোনাভাইরাসের ‘হটস্পট’ ঘোষণা করলো কেন্দ্র৷ এই জেলাগুলি ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

🔴 এ ছাড়া ২০৭ টি জেলা চিহ্নিত হয়েছে সম্ভাব্য হটস্পট বা ‘হোয়াইট জোন’ হিসেবে।

🔴 বাকি ৩৫৩টি জেলায় করোনার সংক্রমণ প্রায় শূন্য, অর্থাৎ ‘গ্রিন জোন’।

◾কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার জানিয়েছে, এই
‘হটস্পট’-এর তালিকা বা ‘রেড জোন’- এ আছে কলকাতা-সহ দেশের ৬ টি মেট্রো-সিটি৷ প্রসঙ্গত, গোটা দেশের জেলার সংখ্যা ৭০০টি৷

◾মূলত, করোনা- সংক্রমণ ওই নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে বিশেষ এই পরিকল্পনা করা হয়েছে।

◾সারা দেশের এই হটস্পটগুলিতেই রয়েছে মোট আক্রান্তের ৮০ শতাংশ।

◾ রাজ্যগুলির ক্ষেত্রেও একই ভাবে ৮০ % আক্রান্ত এই হটস্পটগুলিতেই রয়েছেন।

◾এই ১৭০টি হটস্পটের মধ্যেও আবার ১২৩টি জেলাকে ‘ব্যাপক সংক্রমিত’ বলে উল্লেখ করা হয়েছে।

◾১২৩ জেলার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির মোট ৯টি জেলার সব ক’টিই৷

◾মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু আর্বান, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর এবং আগ্রা-র বেশ কিছু এলাকাও রয়েছে।

◾এর বাইরেও যদি কোনও এলাকায় দ্রুত হারে সংক্রমণ ছড়ায় বা আক্রান্তের সংখ্যা ৪ দিনের কম সময়ে দ্বিগুণ হয়ে যায়, সেগুলিও হটস্পটের আওতায় চলে আসবে।

◾বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল জানিয়েছেন, এই হটস্পট বা রেড জোনগুলিতে আরও ২৮ দিন সমস্ত রোগী কোভিড নেগেটিভ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ জারি থাকবে।

◾এই এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে৷

◾ব্যাপক হারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে।

◾বাড়ি বাড়ি ঘুরে এই সব এলাকায় কারা ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, সেই সব তথ্যও সংগ্রহ করা হবে।

◾গ্রামাঞ্চলে করোনার কেন্দ্রস্থল থেকে ৩ কিমি ব্যাসার্ধ এলাকাকে “রেড জোন” হিসেবে ধরা হবে।

◾এর বাইরে মোট ৭ কিমি ব্যাসার্ধ এলাকাকে ধরা হবে বাফার জোন বা “অরেঞ্জ জোন”।

◾কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল বুধবার জানিয়েছেন, “রাজ্য ও জেলা প্রশাসনই যেহেতু এলাকা সম্পর্কে ভাল জানতে ও বুঝতে পারবে, তাই করোনার কেন্দ্রস্থল নির্ধারণ করবেন জেলা প্রশাসন৷ এই কাজ কেন্দ্র পারবে না।’’

◾আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা মানুষজনকে চিহ্নিত করা থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার দায়িত্বও জেলা প্রশাসনের।

◾ঘোষিত হটস্পটের সংখ্যা, পরিস্থিতি বিবেচনা করে বাড়তে বা কমতে পারে৷

◾সংক্রমণের হার কেমন, আক্রান্তের সংখ্যা কী হারে বাড়ছে বা কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, এই সমস্ত তথ্য দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে।

◾সেই তথ্য অনুযায়ী এই হটস্পটের তালিকা পরিবর্তন হতে পারে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...