Thursday, August 21, 2025

Exclusive : আটকে থাকা বাঙালি শ্রমিকদের বেনজির স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে বিজয়নের কেরল

Date:

Share post:

কর্মসূত্রে কেরলে গিয়ে এই লকডাউন কালে আটকে আছেন অসংখ্য বাঙালি শ্রমিক৷

এবং তাদের পাশে সব ধরনের পরিষেবা নিয়ে দাঁড়িয়েছে কেরল সরকার৷ বস্তুত এই ধরনের উদ্যোগ গোটা দেশে এখনও পর্যন্ত কোনও রাজ্য সরকারই নিয়ে উঠতে পারেনি৷

পরিযায়ী এবং অভিবাসী শ্রমিকদের জন্য কেরলের এর্নাকুলামে চালু করা হয়েছে মোবাইল মেডিক্যাল ক্লিনিক, নাম, ‘বন্ধু’৷ বাসের গায়ে ঢাউস করে বাংলায় লেখা ‘বন্ধু’৷ আটকে থাকা বাঙালি শ্রমিকরা যাতে বুঝতে পারেন, সেজন্য বাস তথা মেডিক্যাল মোবাইল ক্লিনিকের চারধারে বাংলায় লেখা ঠিক কোন ধরনের পরিষেবা বিনা খরচে সরকার দিচ্ছে৷


‘বন্ধু’ ক্লিনিকটি একেবারে নতুন ঝকঝকে একটি বাসে তৈরি করা হয়েছে৷ এর্নাকুলাম জেলার যেখানে যেখানে পরিযায়ী ও অভিবাসী শ্রমিকরা থাকেন, সেখানে নিত্যদিন ঘুরছে ‘বন্ধু’৷ করোনা এবং অন্যান্য রোগ সম্পর্কে শ্রমিকদের সচেতন করার পাশাপাশি ঢালাও চিকিৎসার কাজ চালাচ্ছে এই ‘বন্ধু’৷ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ এই মোবাইন ক্লিনিকটি করে যাচ্ছে বলেই এর নাম রাখা হয়েছে ‘বন্ধু’৷

জাতীয় স্বাস্থ্য মিশন এবং সেন্টার ফর মাইগ্রেশন অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে ক্লিনিকটি ৷ প্রথম ২ সপ্তাহে প্রায় ৩ হাজারেরও বেশি শ্রমিকের কাছে পৌঁছেছে এই ‘বন্ধু’৷ মোবাইল এই ক্লিনিকে একজন ডাক্তার, নার্স, নার্সিং সহকারি, ড্রাইভার এবং একজন প্রোগ্রাম ডিরেক্টর রয়েছেন৷ ক্লিনিকটি প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত করোনা-টেস্ট করছে৷ রোজ প্রায় ৩০০-৪০০ ব্যক্তির স্ক্রিন করেছে এই মোবাইল ভ্যান৷

ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস এই মোবাইল ক্লিনিকটির স্পনসর৷ আর কেরলের ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক বহন করছে পরিচালন খরচ৷ মোবাইল ক্লিনিকটির নোডাল অফিসার বলেছেন, “কেরল সরকার “অতিথি দেবঃ ভব” নীতিতে চালিত হয়েই এই পরিষেবা চালু করেছেন কেরলে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকরা যাতে অসহায় বোধ না করেন, সে কারনেই মুখ্যমন্ত্রী বিজয়ন শ্রমিকদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন”৷ ‘বন্ধু’ ক্লিনিকের বিশেষত্ব হলো এটি পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসেবা পরিষেবা দিচ্ছে ভাষা সমস্যার সমাধান করেই৷

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...