Saturday, August 23, 2025

সাহেবদের করোনামুক্ত করছেন এক বাঙলি চিকিৎসক দম্পতি

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনা- আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছু কম নয়। সেখানে এখন এই সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। মৃতের সংখ্যা প্রায় ১২,০০০। যারা দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ৩৪ শতাংশ করোনায় আক্রান্ত। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা শুধু আক্রান্তই হননি মারাও গিয়েছেন বহু। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করছে।

ব্রিটেনের এমন পরিস্থিতির ছবি তুলে ধরেছেন বাঙালি চিকিৎসক দম্পতি সুমন পাল ও প্রিয়াঙ্কা দে। বাংলার এই দুই তরুণ চিকিৎসক রয়েছেন লিভারপুলের রয়্যাল হাসপাতাল এবং ওয়ারিংটন হাসপাতলে। এরইমধ্যে সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসের এই দুই চিকিৎসক অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।

লিভারপুলের রয়্যাল হাসপাতাল থেকে সুমন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সেখানকার সব হাসপাতালের ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীকে, শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই তৈরি রাখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলেও সার্বিক চিকিৎসা পরিষেবায় কোন ঘাটতি না হয়। যেই সমস্যাটা প্রথমদিকে হচ্ছিল সেটাই সপ্তাহ দুয়েকের মধ্যে অনেকটা মিটে গিয়েছে। আপাতত আমরা, অর্থাৎ ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে গেলে আলাদা জামা কাপড় পরতে হচ্ছে। কাজ শেষ করে হাসপাতাল থেকে বেরোনোর আগে সেই জামা-কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে হচ্ছে। গাউন রোজ স্টেরিলাইজ করা হচ্ছে। তার পরেও যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, এমনটা নয়।

সুমন ও প্রিয়াঙ্কা দু’জনেই জানান, যতটা সম্ভব বেড বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার জন্য। সাধারণ চিকিৎসা, খুব জরুরি নয় এমন অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা ছাড়া স্থগিত থাকছে অন্য চিকিৎসা পরিষেবা।

তাঁদের অভিযোগ, লকডাউন ব্রিটেনে চলছে বটে তবে সেটা অনেক দেরিতে শুরু হয়েছে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...