Sunday, November 16, 2025

অমরনাথ যাত্রা বাতিল ঘোষণা করেও সিদ্ধান্ত থেকে সরে এলো জম্মু-কাশ্মীর প্রশাসন

Date:

Share post:

কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন একমাস অতিক্রম করলো দেহজুড়ে। কিন্তু সংক্রমণ মুক্ত হওয়ার কোনও লক্ষণই নেই। সরকারি তথ্য অনুসারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছড়িয়েছে। মৃতের সংখ্যা ৬৫২। জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্ত ৪০০ ছুঁই ছুঁই। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। এই পরিস্থিতিতে এবারের মত অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। কিন্তু সেই ঘোষণার ঘন্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আপাতত অমরনাথ যাত্রা বাতিলের সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপাতত তা প্রত্যাহার করা হলো। পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা থাবা বসানোর আগে থেকেই অবশ্য এবার অমরনাথ যাত্রা নিয়ে একটা সংশয় ছিল। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর পরিস্থিত স্বাভাবিক হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল সব মহলে। অবশেষে উপ-রাজ্যপাল গিরিশচন্দ্র মূর্মূর নেতৃত্বে বোর্ড মিটিংয়ে স্থির হয়, ২৩ জুন অমরনাথ যাত্রা শুরু হবে। এবং যাত্রা শেষ হবে ৩ অগস্ট। কিন্তু এদিন হঠাৎ করে করোনা সঙ্কটের জেরে এ বছরের মতো অমরনাথ যাত্রা বাতিল কথা ঘোষণা করে জম্মু-কাশ্মীর প্রশাসন। আবার অদ্ভুতভাবে কিছুক্ষনের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হবে। তবে ঠিক কী কারণে তা প্রত্যাহার করা হলো, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন বা কেন্দ্রের তরফে খোলসা করে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পূণ্যার্থীরা সমাগম হয়। কিন্তু করোনার জেরে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আগামী ৩ মে লকডাউন যদি উঠেও যায়, সেক্ষেত্রে অনেক সাবধানতা ও সচেতনতা অবলম্বন করতে হবে মানুষকে। কারণ, করোনা চিরতরে নির্মূল না হলে আগামী কয়েক মাসে অবাধ মেলামেশা, জনসমাগম কেন্দ্র অনুমোদন করবে না বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে এবার অমরনাথ যাত্রা কি এবছর আদৌ সম্ভব?

spot_img

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...