Thursday, August 21, 2025

মন খারাপের কারণ নেই! চালু হচ্ছে আলিপুর চিড়িয়াখানার অ্যাপ, বাড়িতে বসেই বাঘ-সিংহ

Date:

Share post:

এবার বাড়িতে বসেই উপভোগ করা যেতে পারে ‘শিম্পাঞ্জি বাবু’ থেকে ‘বাঘ মামার কাণ্ডকারখানা। লকডাউনের জন্য বন্ধ সবকিছুই। বাচ্চা থেকে বড়ো মন সকলেরই খারাপ। তবে এবার আর মন খারাপের কারণ নেই। চালু হচ্ছে আলিপুর পশুশালার অ্যাপ। বৃহস্পতিবার বিকেলে চিড়িয়াখানা চত্বরেই আনুষ্ঠানিকভাবে এই তথ্যসমৃদ্ধ অ্যাপ চালু করবেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

চিড়িয়াখানার বর্তমান ওয়েব সাইটটি আপগ্রেড করে তা প্রশ্নোত্তর মূলক হিসেবে গড়ে তোলা হয়েছে, সেটিরও উদ্বোধন হবে একই সঙ্গে। লকডাউনের সময় রাজ্যের কোন চিড়িয়াখানায় কী নতুন অতিথি জন্ম নিল জানা যাবে সেই তথ্যও। এছাড়াও এই অ্যাপ এ সাইটের মাধ্যমে আলিপুর চিড়িয়াখানার অনলাইন টিকিট কাটা যাবে বলেও জানান বনমন্ত্রী।

এই অ্যাপের মধ্যে পাওয়া যাবে বাংলা ও ইংরেজিতে আলিপুর চিড়িয়াখানার বেশিরভাগ পশুপাখি সম্পর্কে ছবি ও ভিডিও সহ বিস্তারিত। ছবি ও ভিডিও দেখে কারোর মনে কোন প্রশ্ন থাকলে সেটাও তারা অনলাইনে করতে পারবে, বলে জানান রাজীব। তিনি আরও জানান, একটি বেসরকারি সংস্থার সঙ্গে প্রশ্ন উত্তর দেওয়ার ব্যাপারে আমাদের গাঁটছড়া রয়েছে। বাচ্চাদের যাবতীয় প্রশ্নের উত্তর তারাই দেবে। এতে বাচ্চাদের মনে উৎসাহ বাড়বে, ওরা কিছু শিখতেও পারবে।

এছাড়াও আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্ত পশুশালার যাবতীয় তথ্য ও অনলাইন প্রশ্নের উত্তরের ব্যাপারে বেসরকারি সংস্থার সঙ্গে তিনি থাকছেন কো-অর্ডিনেটরের।

আলিপুর চিড়িয়াখানা ডিরেক্টরের কথায়, ‘বুধবার থেকে আমরা চিড়িয়াখানার কিপার নিরাপত্তাকর্মী ও সাফাই কর্মী মিলিয়ে প্রায় ১০০ কর্মীর থার্মাল স্ক্যানিং শুরু করেছি। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলে তবেই তাদের প্রশ্নের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।’

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...