লকডাউন চলাকালীন রাস্তায় লরি। বৃহস্পতিবার কোচবিহার অসম সীমান্তে ওই লরিকে আটক করল অসম পুলিশ। দেখা যায়, ওই লরিতে চালক সহ মোট ৩৯ জন ভিন রাজ্যের শ্রমিক রয়েছেন। তাঁদের আটক করে ধুবরি থানার পুলিশ।

অসমের নগাও জেলার আরশিনগরে কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিকরা। এদিকে লকডাউন শুরু হওয়ায় বাড়ি ফিরতে পারেননি তাঁরা। এদিন জিরো পয়েন্টে আটক করা হয় লরিটি। ওই শ্রমিকরা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের বাসিন্দা। কোথায় যাবে তাঁরা পশ্চিমবঙ্গ নাকি অসমে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
