গ্রামীণ এলাকায় পঞ্চায়েতকে শক্তিশালী করতে পারলেই মজবুত হবে গণতন্ত্র। পঞ্চায়েত দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, করোনা আক্রান্ত বিশ্ব আমাদের সবাইকে নতুন শিক্ষা দিয়েছে। প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা হচ্ছে। নতুন সমস্যা মোকাবিলায় শহর ও গ্রামের দূরত্ব কমাতে হবে।

গ্রামীণ সমাজকে আত্মনির্ভর করতে ই-গ্রাম স্বরাজ অ্যাপ উদ্বোধন হয় এদিন। এর মাধ্যমে প্রতি গ্রাম পঞ্চায়েতকে প্রযুক্তিতে যুক্ত করা হবে। পঞ্চায়েত শক্তিশালী হলে গণতন্ত্র মজবুত হবে। শুক্রবার পঞ্চায়েত দিবসে নতুন অ্যাপ উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
