কিমের শরীরের অবস্থা সংকটজনক এমনই শোনা যাচ্ছে। এমতাবস্থায় উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের শাসনভার সাময়িকভাবে হাতে নিতে পারেন কিম জং উনের বোন কিম ইও জং। উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি, সরকার ও সেনাবাহিনীতে কিম ইও-র ব্যাপক প্রভাব রয়েছে।

সূত্রের খবর, কিম অসুস্থ বা মৃত হলে সরকার ও কমিউনিস্ট পার্টির প্রথম পছন্দ কিমের বোন কিম ইও জং। কারণ তিনি বরাবরই কিমের পছন্দ।

দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের কৌশলগত বিশেষজ্ঞ চেওং সেওং চাং বলেছেন, নিজের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং পরিচালন ক্ষমতার কারণেই ইও-র উপর আস্থা রেখেছেন কিম। কিমের যুদ্ধনীতি, আমেরিকার সঙ্গে দর কষাকষির জায়গাটা বোন ইও সমর্থন করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জংয়ের সুস্বাস্থ্য কামনা করে বললেন, “আমি কিম জংয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করি। আমাদের তার সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে। সংবাদমাধ্যমে যেমন তাঁর শারীরিক অবস্থা খারাপ বলে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে, সেগুলি ঠিক হলে, তা খুবই উদ্বেগজনক ব্যাপার।” সেখানকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই তিনি কিমের সুস্বাস্থ্য কামনা করছেন বলে ট্রাম্প জানিয়েছেন, “খবর ঠিক না ভুল, তা আমি জানি না।”

সূত্রের খবর, ১২ এপ্রিল হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হয় কিমের। সেই থেকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিম। এই মুহূর্তে উত্তর পিয়ংইয়ংয়ের হিয়াংসান কাউন্টির মাউন্ট কুমগাং রিসর্টে কিম চিকিৎসাধীন রয়েছেন। একদল বিশেষজ্ঞ চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন কিম।
