করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে দিল্লি থেকে আসা প্রতিনিধি দল শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে। কলেজের অধ্যক্ষ সহ সুপারের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। বর্তমানে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি কী অবস্থায় রয়েছে তা নিয়েই আলোচনা হয়।পরিকাঠামো কী রয়েছে, তাও খতিয়ে দেখেন তাঁরা। যে রোগীরা ভর্তি হচ্ছেন, তাঁদের চিকিৎসা কীভাবে হচ্ছে? প্রয়োজনীয় কিট রয়েছে কি না? এসব বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য বিনীত যোশী জানান, তাঁরা এই প্রথম উত্তরবঙ্গ মেডিক্যালে গেলেন। সকলের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন। করোনা টেস্টিং ল্যাবের প্রধানের সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে জানান বিনীত। তবে বৈঠকের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু জানাতে চাননি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
