লকডাউনের সুফল: ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, জানাল স্বাস্থ্যমন্ত্রক

ভারতে সঠিক সময়ে লকডাউন শুরু করার ফলেই করোনা সংক্রমণ তৃতীয় পর্যায়ে এখনও পৌঁছয়নি। লকডাউন ও সামাজিক দূরত্বের নীতি কার্যকর করার ফলেই করোনার তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ আটকানো গিয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে যা যা উঠে এল:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৩,০৭৭। অ্যাকটিভ কেস ১৭,৬১০। মৃত্যু ৭১৮। সুস্থ হয়েছেন ৪৭৪৯। এখন দেশে সুস্থ হওয়ার হার ২০.৫৭%।

এপর্যন্ত সারা দেশে করোনা টেস্টিং হয়েছে ৫ লক্ষ ৫৪২টি। লকডাউনের ৩০ দিনে টেস্টিং বেড়েছে ৩৩ গুণ। জানিয়েছে আইসিএমআর।

সংক্রমণ রুখতে ৯ লক্ষ ৪৫ হাজার মানুষকে স্বাস্থ্য- নজরদারিতে রাখা হয়। দেশে মোট ৩৭৭৩ কোভিড হাসপাতাল ও করোনা টেস্টের জন্য ৩২৫ টি ল্যাব কাজ করছে। টার্গেটেড টেস্টিং স্ট্র্যাটেজিতে জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

গত ১৪ দিনে দেশের ৮০ টি জেলায় নতুন করে কোনও করোনা সংক্রমণের কেস হয়নি। সংক্রমণ দ্বিগুণ হওয়ার হারও কমেছে।

লকডাউন সঠিক সময়ে জারি করা না হলে ম্যাথামেটিক্যাল মডেল অনুসারে দেশে এর মধ্যে করোনা কেসের সংখ্যা পৌঁছত ১ লক্ষে।

মহারাষ্ট্রে হটস্পটের সংখ্যা ৩০ দিন পর ১৪ থেকে কমে হয়েছে ৫।

দেশে কোভিড সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি যে তিনটি রাজ্যে, সেগুলি হল মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি। করোনায় দেশের মোট মৃত্যুর ৬৬ শতাংশই এই তিন রাজ্যে।

 

Previous articleকরোনা পরিস্থিতি পরিদর্শন: উত্তরবঙ্গ মেডিক্যালে বৈঠক কেন্দ্রীয় প্রতিনিধিদের
Next articleএতদিন পর 57 মৃত্যুর কথা কেন? প্রশ্ন উঠবেই