করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সব রাজ্য যখন লড়াই করছে তখন ব্যতিক্রম ত্রিপুরা । রাজ্য থেকে বিদায় নিয়েছে করোনা। স্যোশাল সাইটে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
নিজের ট্যুইটারে এমন ঘোষণাই করলেন তিনি । ফলে গোয়া, মণিপুরের পর করোনা মুক্ত তৃতীয় রাজ্য হল ত্রিপুরা। এদিন ট্যুইট বার্তায় বিপ্লব কুমার দেব লিখেছেনে, ‘রাজ্যের দ্বিতীয় রোগীর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।’ ত্রিপুরাকে করোনা মুক্ত ঘোষণা করলেও সকল রাজ্যবাসীকে সরকারি নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ‘বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে বাইরে বেরোলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।’
