মুখ্যসচিবকে লেখা চতুর্থ চিঠিতে এবার কেন্দ্রীয় দলের সরাসরি অভিযোগ। কেন্দ্রীয় দলের নেতা অপূর্ব চন্দ্রর হুমকির অভিযোগ তুললেন চিঠিতে। বলেছেন, রাজ্যের এক ডিসিপি বলেন, বিএসএফ ক্যাম্প থেকে বেরনো যাবে না। যদি বের হন তাহলে একেবারে বিমানবন্দরে পৌঁছে দেব! ভাবা যায়! এই মারাত্মক অভিযোগের সঙ্গেই অপূর্ব জানতে চেয়েছেন, কেন্দ্রীয় দলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার! পুলিশ নিরাপত্তা না দিলে দায় কার? বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। কেন হয়নি জানান। কলকাতার মেয়র অবশ্য কেন্দ্রীয় দলের এই বক্তব্যকে বিজেপির ভাষা বলেই জানান। দুপুর সাড়ে চারটের খবর, ঘটনার ঘনঘটায় মুখ্যসচিব বিকেলে বিএসএফ ক্যাম্প অফিসে আসছেন বৈঠক করতে।
