লকডাউন: ফুলিয়া থেকে সাইকেলে তুফানগঞ্জের পথে ১০ যুবক

ফুলিয়া থেকে পাঁচদিন ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে গাছের নীচে সাইকেল থামিয়ে অবশেষে তুফানগঞ্জ পৌঁছালেন ১০ যুবক। সকলেই তুফানগঞ্জের বক্সিরহাট থানার টাকুয়া মারি ও গেদারচরের বাসিন্দা। তাঁরা জানান, ফুলিয়াতে তাঁতের কাজে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই লকডাউন ঘোষণা করা হয়। মালিকপক্ষও তাঁদের আর রাখতে রাজি হননি। সেই অবস্থায় তিনশো টাকা করে মালিকের কাছে খাওয়ার জন্যে নিয়ে দশ যুবক সাইকেলে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। অন্যান্য এলাকার পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন বলে জানান ওই শ্রমিকরা।

সাইকেল নিয়ে তুফানগঞ্জের রায়ঢাক ব্রিজে পৌঁছলে নাকা চেকিং পয়েন্টে তুফানগঞ্জ থানার পুলিশ তাঁদের আটকে দেয়। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্বাস্থ্যপরীক্ষা করার জন্য। আপাতত তাঁদের কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।