করোনা নিয়ে জেরবার আমেরিকা। তারপরেও হুঙ্কার থেমে নেই ট্রাম্পের। ফের চিনের বিরুদ্ধে ‘বিশেষ তদন্ত’-এর ইঙ্গিত দিলেন তিনি। শুধু তাই নয়, জার্মানির পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রও করোনার জেরে চিনের থেকে ক্ষতিপূরণ চাইতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, “আমরা চিনকে নিয়ে খুশি নই। প্রথম থেকেই রোখা যেত এই সংক্রমণ। কিন্তু তা করা হয়নি। করোনার জেরে আমেরিকা চিনের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করবে।” সূত্রের খবর, জার্মানি যে পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দাবি করেছে , তার চেয়েও বেশি টাকার ক্ষতিপূরণ দাবি করবে মার্কিন যুক্তরাষ্ট্র।