অবশেষে স্বস্তি। ভিনরাজ্যে পড়তে যাওয়া পড়ুয়া এবং তাদের পরিবারের। আজ, বুধবার ১০১টি বাস রাজস্থানের কোটা থেকে ২৫০০ জনেরও বেশি ছাত্রছাত্রী নিয়ে রওনা দিয়েছে পশ্চিমবঙ্গের উদ্দেশে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, দীর্ঘ লকডাউনে আটকে থাকা কোটা থেকে এ রাজ্যের সমস্ত পড়ুয়াকে দ্রুত ফেরাবেন তিনি। যেমন কথা তেমন কাজ। আজই ছাত্রছাত্রীরা ফিরছে তাদের বাড়ির উদ্দেশে।

বাসগুলি পশ্চিমবঙ্গের ৩টি জোনে এসে দাঁড়াবে। জোনগুলি হলো কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোল। ছাত্রছাত্রীরা তাদের বাড়ির যে জোনে সেই অনুযায়ী বাসে উঠছে। বাসে ওঠার সময় তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এবং বাস থেকে নামার পরও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।



