Thursday, November 13, 2025

করোনা আবহে ধর্ষণ মধ্যপ্রদেশে, অভিযুক্তদের মধ্যে তিন নাবালক

Date:

Share post:

দেশ জুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। এরইমধ্যে ধর্ষণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বেতুল জেলায়। ১৮ বছরের এক তরুণীর উপর নির্যাতন চালাল সাতজন। পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল সন্ধে নাগাদ তরুণী তাঁর ভাইয়ের মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছু দূরে পথ আটকায় ওই সাত জন। বাইক থেকে টেনে নামিয়ে তরুণকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় একটি কুয়োর মধ্যে।

নির্যাতিতা তরুণী তাঁর বয়ানে বলেন,তাঁকে জোর করে বাইক থেকে নামানো হয়। এরপর বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। তাঁর উপরে নৃশংস নির্যাতন চালানো হয় এবং মারধরও করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের কবল থেকে ছাড়া পাওয়ার পর কোনও রকমে ভাইকে কুয়ো থেকে টেনে তোলেন।

ইতিমধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ইনচার্জ রাজেন্দ্র ধুরবে বলেন, ধর্ষণের অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতে ও তরুণীর বয়ান অনুযায়ী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন নাবালক।

অভিযুক্তদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম শুভম বেলে (২২) ও সন্দীপ খাটিয়া (২৩)। পুলিশ জানিয়েছে, ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৬৫ (অপহরণ) ও ৩০৭ (খুনের চেষ্টা)ধারায় মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...