রাজ্য সরকার সিন্ডিকেট চালাচ্ছে। মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের চিঠিতে এ প্রসঙ্গ উত্থাপন করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আট বার জনপ্রতিনিধি হয়েছি নির্বাচনে জিতে। তাই অনেক রাজ্যপাল দেখলাম। করোনার লড়াইয়ের মাঝে রাজভবন থেকে তোপ দাগা হচ্ছে। সবাই অভ্যস্ত হয়ে গেছি এই কাজে। যদি রোজ রাষ্ট্রপতি একটি করে চিঠি প্রধানমন্ত্রীকে লেখেন এবং উত্তর চান তাহলে পরিস্থিতি কী হবে একবার ভাবুন তো! লকডাউন কবে তোলা যাবে সে নিয়ে আলোচনা না করে এটা আলোচনার বিষয় হতে পারে! আশা করি মানুষও বুঝতে পারছেন, কে কী কারনে এসব কথা বলছেন!
