করোনা মৃত্যুতে ইতালিকে টপকে দ্বিতীয় সর্বাধিক এখন ব্রিটেন

বিশ্বজুড়ে করোনা মৃত্যু মিছিলি। উন্নত দেশগুলো কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যু হয়েছে আমেরিকায়(৭২,২৭১)। এতদিন এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইতালি।

এখন ইতালিকে টপকে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এল ব্রিটেন। এখনও পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৭ জনের। যেখানে এখন ইতালিতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন।