Sunday, January 11, 2026

বাম কংগ্রেস কেন্দ্র-রাজ্য উভয়ের সমালোচনায়, দিলীপ বললেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কড়া চিঠি রাজ্যের মুখ্যসচিবকে। আর সে নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মৃত্যুতে এগিয়ে, আক্রান্তের নিরিখে এগিয়ে। আবার রোগ প্রতিরোধে পিছিয়ে! এটা তো হওয়ার কথা ছিল না। আমরা যা বলছিলাম চিঠিতে তারই প্রতিফলন। করোনা নিয়ে রাজনীতি না করে রাজ্য সরকারের উচিত বেশি করে টেস্ট করানো, লকডাউন মানা এবং যথাযথ চিকিৎসা করা। রাজ্য সরকারের বোঝা উচিত শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, সরকার তথ্য লুকোচ্ছে সবাই বুঝতে পারছে। যারা আসল তথ্য সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তাদেরকে ধরে জেলে পুড়ছে। আর তার পরিবর্তে এলাকায় দেড় হাজারের বেশি লোককে নিয়ে মিছিল করে করে সংক্রমণ বাড়াছে পুলিশ প্রশাসন। এখানে যে লাশের হিসাব নেই তা ওদের দেওয়া তথ্যই বলছে। এটাই হলো এ রাজ্যের বাস্তব চিত্র। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আমি কাকে দোষ দেব? দুজনেই সমান দোষী। কেন্দ্র-রাজ্য উভয়েই। টাকা দিতে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে বাধ্য করছে কেন্দ্র, বাড়ি বাড়ি না দিয়ে রেশনের দোকানে লাইন দিতে করছে কেন্দ্র-রাজ্য, মদের দোকানে লাইন দিতে যে ছাড় দিলো কেন্দ্র-রাজ্য। মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে রোজ। হাসপাতালে বাস্তবিক চিকিৎসা হচ্ছে না। পরিস্থিতির কী তা যারা হাসপাতালে গিয়েছেন তারা বুঝতে পারছেন। ফলে কাকে ছেড়ে কাকে দোষ দেব? কংগ্রেস সংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, আমি এই চিঠির পরিপ্রেক্ষিতে আগে কাঠগড়ায় তুলব কেন্দ্রকে। কারণ, পশ্চিমবঙ্গের যদি এই অবস্থা হয় তাহলে কেন্দ্র কেন বসে বসে দেখছে? আমি তো বলব স্বরাষ্ট্র দফতরের পার্লামেন্টারি কমিটির বৈঠক এখনই ডাকা হোক। সেখানে বুঝিয়ে দেবো করোনাকে সামনে রেখে কীভাবে কেন্দ্র রাজনীতি করছে। আর যে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে তোলা হয়েছে সে অভিযোগ আমরা বহুদিন থেকেই জানিয়ে আসছিলাম।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...