করোনাভাইরাস প্রতিষেধক নিয়ে গবেষণা করছিলেন তিনি। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, ৩৭ বছর বয়সী গবেষক বিং লিউ নতুন এই ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। গবেষণার পথে বেশ অনেকটা এগিয়েছিলেন তিনি।

তবে আত্মহত্যা না কি তাঁকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পিটসবার্গ পোস্ট গেজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে হাও গু তাঁকে খুনের চেষ্টা করেন। তারপর আত্মহত্যা করেন লিউ। পোস্ট গেজেট সূত্রে খবর, লিউ পিটসবার্গের প্রায় ১৬ কিলোমিটার উত্তরে রস টাউনশিপ থাকতেন। কেন তাঁকে খুনের চেষ্টা করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, লিউ Sars-Cov-2 সংক্রমণ এবং তার জটিলতা নিয়ে কাজ শুরু করেছিলেন। তা প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। গবেষণা সংক্রান্ত কোনও সমস্যা না ব্যক্তিগত কারণে খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ।
