Wednesday, November 12, 2025

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা! কী বললেন শিক্ষামন্ত্রী?

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও। যা পরিস্থিতি তাতে একটা বছরও নষ্ট হতে পারে, এমনই আশঙ্কা করছেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। সেই জায়গা থেকেই

শুধু চূড়ান্ত সেমেস্টার বা বর্ষ নয়, মাঝের সেমেস্টার বা বর্ষ, যার পরীক্ষা এখন হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলিও নেওয়া হোক। প্রচলিত প্রথায় পরীক্ষা নেওয়া না গেলেও পড়ুয়াদের মান যাচাই বা মূল্যায়নের সুযোগ যেন থাকে, এমনই চাইছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ, শনিবার এই পরীক্ষা নিয়েই উপাচার্যদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ভিডিও বৈঠকে ছিলেন সমস্ত বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন, উচ্চশিক্ষা দফতরের ভাইস-চেয়ারম্যান মমতা রায় এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব। ভিডিও কনফারেন্সের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সমস্ত বিশ্ব বিদ্যালয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। উপাচার্যরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছে। যেদিন কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলবে তার একমাসের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কী পদ্ধতিতে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।”

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, “কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। ইউজিসি’র গাইড লাইন মেনেই কাজ হবে। WHO-এর অনুমোদন পাওয়া কলকাতা বিশ্ব বিদ্যালয়ের পাঠানো কিট নিয়ে আমরা ধন্যবাদ জানিয়েছি। শিক্ষকরা, অশিক্ষক কর্মচারীরা এগিয়ে এসেছেন। অফলাইন-অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন সকলে। আশাকরি, লকডাউন মিটে গেলে সমস্ত কিছুই আগের মতো চলবে”।

spot_img

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...