কোভিড কো-অর্ডিনেটর চিকিৎসককে নিয়ে প্রশ্ন

সারমেয়র ডায়ালিসিস কাণ্ডে অভিযুক্ত ডাঃ প্রদীপ কুমার মিত্রকে রাজ্যের ম্যানেজমেন্ট অ্যান্ড কনটেইনমেন্ট অফ কোভিড-১৯ -এর কোঅর্ডিনেটর করায় বিস্মিত চিকিৎসক মহলের একটি অংশ। গত ৫মে স্বাস্থ্যভবন একটি অর্ডারে পিজির মেডিক্যাল এডুকেশনের প্রাক্তন ডিরেক্টর বিতর্কিত প্রদীপ মিত্রকে এই দায়িত্ব দেয়। আর তার জেরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পিপ্ল ফর বেটার ট্রিটমেন্ট বা পিবিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে ডাঃ কুণাল সাহা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যপালকে চিঠি দিয়েছন। তাদের স্পষ্ট কথা, যিনি দায়িত্বে থাকার সময়ে কুকুরের ডায়ালিসিস করানোর মতো কলঙ্কিত সিদ্ধান্ত হয়ছিল, তাঁকে কী করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়? শুধু তায় নয় সেই সময় আরও দুই চিকিৎসক এই কাণ্ডে জড়িয়ে ছিলেন। যাদের সকলকে এমসিআই যার পর নাই ভর্ৎসনা করেছিল। দাবি উঠেছে, অভিযুক্ত ওই চিকিৎসককে সরিয়ে দিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে স্বস্তিতে রাখুক সরকার।

Previous articleকেমন ছিল স্প্যানিশ ফ্লু? মৃতের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে
Next articleকলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা! কী বললেন শিক্ষামন্ত্রী?