গাড়ি না পেয়ে হেঁটেই ফিরতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। রবিবার এমন ছবি ধরা পড়ল ডানকুনি টোল প্লাজার কাছে দুর্গাপুর হাইওয়ের উপর। পরিযায়ী শ্রমিকরা এদিন জানান, তাঁরা কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকে বিয়ে বাড়ির কাজে বিহার গিয়েছিলেন। কিন্তু লকডাউনের ফলে সেখানে আটকে যান। প্রায় দুমাস সেখানে থাকার পরে তাঁদের সরকারি বাসে করে বর্ধমানে এনে নামানো হয়। কিন্তু সেখানে আর কোনও যান না পেয়ে তাঁরা হেঁটেই ফিরছেন বাড়িতে। তবে কোনো সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে পরিযায়ী শ্রমিকদের।
