গোটা পৃথিবী জুড়ে চলছে নভেল করোনাভাইরাসের অতিমারি। এমন অবস্থায় হয়তো অনেকেই ভাবছেন, পৃথিবীর বাইরে চলে গেলে ভালো হতো। এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু একেবারেই তা নয়। মঙ্গলগ্রহ থেকেও পৃথিবীতে আসতে পারে মারণ ভাইরাস। এমনই আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা।

মঙ্গলগ্রহে প্রথমবার মানুষ যাওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকে। ওই গ্রহ থেকে মানুষ ভাইরাস নিয়ে ফিরতে পারে এমন আশঙ্কাই বিজ্ঞানীদের। এই প্রসঙ্গে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্কট হবার্ড জানিয়েছেন, সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন প্লানেটারি প্রটেকশন। অর্থাৎ, লাল গ্রহ বা মঙ্গল গ্রহ থেকে যেসব পাথর নিয়ে আসা হবে, সেগুলিতে ভাইরাস আছে ধরে নিয়ে সতর্ক হতে হবে। এরপর রাসায়নিক দিয়ে পরিষ্কার করে হিট স্টেরিলাইজেশন করতে হবে। এমনটাই জানিয়েছেন তিনি। যতক্ষণ পর্যন্ত নিরাপদ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সেগুলিতে হাত দেওয়া যাবে না। এছাড়াও তিনি জানান, যেসব মহাকাশচারীরা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরবেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা।
