Monday, May 19, 2025

গণপরিবহণ চালু হোক চাইছেন দিল্লিবাসী, জানালেন কেজরি

Date:

Share post:

চতুর্থ দফায় লকডাউনে দিল্লিবাসী চাইছেন গণপরিবহণ পরিষেবা চালু হয়ে যাক। একথা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

গত সোমবার থেকে দিল্লির মানুষ, কী কী বিষয়ে ছাড় চান, তা জানতে দিল্লির ‘মানুষের কাছে আবেদন করেছিলেন কেজরি। সেই আবেদনে অসংখ্য মানুষ সাড়াও দিয়েছেন।দিল্লিবাসীর উদ্দেশে এক ভাষণে কেজরি জানিয়েছেন, মানুষের থেকে পাঁচ লক্ষ জবাব পেয়েছেন তাঁরা। জনতার দাবি, বাস পরিষেবা চালু করা হোক। নয়াদিল্লির মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করার দাবি করেছেন সাধারণ মানুষ। তবে তা হোক শারীরিক দূরত্ব বিধি মেনেই৷ কেজরি বলেছেন,
স্কুল, কলেজ, স্পা, শপিং মল, সুইমিং পুল ইত্যাদি এখনও কিছুদিন বন্ধ রাখার মত দিয়েছেন দিল্লির মানুষ৷ কেউ যদি মাস্ক ছাড়া রাস্তায় বেরোন কিংবা সুরক্ষাবিধি না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া জরিমানা নেওয়ার কথাও বলেছেন মানুষই। কেজরিওয়াল বলেন, “আমরা প্রচুর মতামত পেয়েছি আমজনতার কাছ থেকে। মার্কেট অ্যাসোসিয়েশনের মালিকরাও তাদের মতামত জানিয়েছেন। তারা বলেছেন, জোড়বিজোড়ের ভিত্তিতে দোকানপাট খোলা হলে ভালো হয়।” আমজনতার মতামতের উপর ভিত্তি করে কী কী বিষয়ে ছাড় দেওয়া যায়, সে সংক্রান্ত তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেজরি এটাও বলেছেন, কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে রাজ্যগুলি স্বাধীন ভাবে সিদ্ধান্ত এখনই নিতে পারবে না। ফলে কেন্দ্র যা বলবে, সেই অনুযায়ী এখন রাজ্যগুলিকে চলতে হবে।

spot_img

Related articles

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...