করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যে কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন তা ধাপে ধাপে ব্যাখ্যা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার, প্রধানমন্ত্রীর ঘোষণার পর বুধ থেকে শনিবার পর্যন্ত বিকেল চারটের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যায়ক্রমে প্যাকেজের ব্যাখ্যা দেন নির্মলা। শনিবার দিন সাংবাদিক বৈঠক শেষে ঘোষণা করা হয় রবিবার, পঞ্চম তথা শেষ দিনে সাংবাদিক বৈঠক বিকেল চারটের বদলে করা হবে সকাল ১১ টায়। তবে কী কারণে এই সিদ্ধান্ত বদল সে বিষয়ে কেন্দ্রের তরফে অবশ্য কিছু জানানো হয়নি।
