বিশ্বজুড়ে চলছে করোনা ত্রাস। কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। ওষুধ, প্রতিষেধক আবিষ্কারের পথ খুঁজছেন বিজ্ঞানীরা। এরইমধ্যে চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ ও উত্তর আমেরিকায় শিশুদের শরীরে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ধরা পড়েছে। আক্রান্ত শিশুদের আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাংবাদিক সম্মেলনে হু -এর ডিজি তেদ্রস অ্যাঢানম ঘেব্রেসুস এই রোগের কথা সামনে আনেন। এ বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরির উপসর্গের সঙ্গে কাওয়াসাকি রোগের উপসর্গের মিল রয়েছে।
