একনজরে বাংলায় করোনা আপডেট

ভিডিওর মাধ্যমে আপনাদের একটি সুখবর জানাই
আইএমসিটি বা কেন্দ্রীয় দল কলকাতার বেলেঘাটা আইডি সরকারি হাসপাতালের ভূয়সী প্রশংসা করেছে। তারা জানিয়েছেন এখানকার ব্যবস্থা ‘চমৎকার’ 👆

বাংলার সাম্প্রতিক আপডেট 👇
বাংলায় টেস্টের সংখ্যা আরও বেড়েছে
গত ২৪ ঘন্টায় টেস্টের সংখ্যা ৭৭৪৫
১৬ ই মে
সন্ধে ৬ টা

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.৩৩% (যা সাত দিন আগে ছিল ৪.৬৯%)

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৭৭৪৫ (দৈনিক সর্বোচ্চ। এর আগে দৈনিক সর্বোচ্চ টেস্ট হয়েছিল গতকাল, ৬৭০৬)

➡️ মোট টেস্ট এর সংখ্যা – ৭৭,২৮৮ (সাত দিন আগে ছিল ৩৫,৭৬৭, যা দ্বিগুণেরও বেশি বেড়েছে)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ৮৫৮ (সাত দিন আগে ছিল ৩৯৭)

➡️ গত ২৪ ঘন্টায় নতুন কেস – ১১৫ (গতকাল ছিল ৮৪)

➡️ গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা – ৭ (গতকাল ছিল ১০)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৬০

➡️ কো-মরবিডিটির কারণে মৃত্যুর সংখ্যা – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ৮৯২ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৬৩)

➡️ মোট টেস্টিং ল্যাব – ২২ (এই সপ্তাহে আরও ৪টি বেড়েছে)

➡️ বিশেষ ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার সম্পূর্ণ খরচ বহন করবে বাংলা সরকার। যে স্টেশন থেকে ট্রেনে উঠছেন সেখানেও তাদের থেকে কোন খরচ দাবি করা হবে না

➡️ ইতিমধ্যেই বিদেশ ফেরত ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে সরকারী কোয়ারিন্টিন এবং ‘পে অ্যান্ড ইউজ’ কোয়ারিন্টিনের সুবিধা রয়েছে। বিদেশে আটকে পড়া ১৬০ জন যাত্রীকে নিয়ে প্রথম উড়ানটি কলকাতা পৌঁছাবে আগামী ১৮ই মে। (অন্যান্য উড়ানের সময়সূচি প্রক্রিয়াধীন)

Previous articleপথে নামার আগে ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে সুরক্ষা-সচেতনতা মহড়ায় মদন মিত্র
Next articleকরোনা অবহেই নয়া রোগে আক্রান্ত শিশুরা