করোনা অবহেই নয়া রোগে আক্রান্ত শিশুরা

বিশ্বজুড়ে চলছে করোনা ত্রাস। কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। ওষুধ, প্রতিষেধক আবিষ্কারের পথ খুঁজছেন বিজ্ঞানীরা। এরইমধ্যে চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ ও উত্তর আমেরিকায় শিশুদের শরীরে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ধরা পড়েছে। আক্রান্ত শিশুদের আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাংবাদিক সম্মেলনে হু -এর ডিজি তেদ্রস অ্যাঢানম ঘেব্রেসুস এই রোগের কথা সামনে আনেন। এ বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরির উপসর্গের সঙ্গে কাওয়াসাকি রোগের উপসর্গের মিল রয়েছে।

Previous articleএকনজরে বাংলায় করোনা আপডেট
Next articleট্যাক্সিতে অতিরিক্ত ভাড়া নয়, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু