কেন্দ্রের ডিজাস্টার ম্যানেজমেন্ট বৈঠকে দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারকে ডাক। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বললেন, এটা কোন ধরনের সৌজন্য? একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ বাংলার উপর দিয়ে যাচ্ছে। রাজ্যকেই ব্যবস্থা নিতে হবে, রাজ্য সিদ্ধান্ত নেবে, অথচ রাজ্যের শীর্ষ আমলারা জানতে পারলেন না বৈঠকের কথা। মুখ্যসচিবকে জানবেন না! মুখ্যসচিবের অনুমতি নেওয়া হবে না! মুখ্যমন্ত্রীর নোটিশে থাকবে না! ন্যূনতম জানানো হবে না তাঁকে! এই দুর্যোগ মোকাবিলা করার জন্য রাজ্যর কিছু বক্তব্য থাকতে পারে। সে কথা বলার তো সুযোগ দেওয়া হয়নি। এটা টোটাল অগণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একেবারে উল্টো ব্যাপার। তবে শেষ কথা তো মানুষই বলবেন। আমরা আবার ক্ষমতায় আসব।
