ঘূর্ণিঝড় আমফানের প্রেক্ষিতে রাজ্যে কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার বিকেল বা সন্ধে নাগাদ দিঘা ও হাতিয়া দ্বীপের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত পার হতে পারে আমফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। গতি বাড়াতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷ পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে রাজ্যও৷

সুন্দরবনের উপকূলবাসীদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সতর্কীকরণের জন্য এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে।
